১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইসরায়েলের ড্রোন হামলা, হামাসের উপপ্রধান সহ নিহত ৭

প্রতিদিনের ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি সহ সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের দুজন কমান্ডারও রয়েছেন। মোট চার ফিলিস্তিনি এবং তিনজন লেবাননি নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) সালেহকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়। সেখানে হামাসের কার্যালয় ছিল। ওই হামলায় সালেহ আল-অরৌরি প্রাণ হারান। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, এ হামলায় সবমিলিয়ে সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে চার জন ফিলিস্তিনি এবং তিনজন লেবাননি। পরবর্তীতে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, সালেহ আল-অরৌরি হামাসের পলিটব্যুরোর উপপ্রধান ছিলেন। এছাড়া হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্ম নিয়েছিলেন। ইসরায়েলি জেলে দীর্ঘ ১৫ বছর কারবরণের পর দীর্ঘসময় ধরে লেবাননে বাস করছিলেন সালেহ। দখলদার ইসরায়েলের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়