১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কামিন্সের তোপের পর পাকিস্তানকে উদ্ধার করলেন জামাল

প্রতিদিনের ডেস্ক
ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টের প্রথম দিন পাকিস্তান যেভাবে প্রতিরোধ গড়েছে তা এক কথায় বিরল। শুরুর বাজে ব্যাটিং আর কামিন্সের তোপে প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারী দল। সেখান থেকে লেজের দিকে অবিশ্বাস্য প্রতিরোধে প্রথম ইনিংসের স্কোরটা ৩১৩ রানে নিয়ে যেতে অবদান রাখলেন আমের জামাল। তার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ১ ওভারে বিনা উইকেটে ৬ রানে দিন শেষ করেছে। খাজা এখনও রানের খাতা খুলেননি। ওয়ার্নার ৬ রানে ব্যাট করছেন। অবশ্য একই ওভারে আবার আউট হওয়া থেকেও বেঁচেছেন তিনি। সিডনিতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ছিল ভীষণ বাজে। ২ ওভারের মধ্যে ফিরে যান দুই ওপেনার। দ্বিতীয় বলে আউট হন আব্দুল্লাহ শফিক। অভিষেক করা সায়েম আইয়ুবও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ডাক মেরে সাজঘরে ফিরেছেন দুজন। তার পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চলে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারা। বাবর ২৬ রানে আউট হলে মাসুদও সাজঘরে ফেরেন ৩৫ রানে। অধিনায়কের বিদায়ে ৯৬ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারী দল। চাপের মুহূর্তটাতেই বড় প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান-আগা সালমান। অস্ট্রেলিয়ান পেসারদের ওপর চড়াও হন তারা। ষষ্ঠ উকেটে যোগ করেছেন ৯৪ রান। দুর্ভাগ্য ৮৮ রানে রিজওয়ান আউট হলে ভাঙে দারুণ এই জুটি। কামিন্সের তোপে সাজিদের (১৫) বিদায়ের পর আগা সালমানও (৫৩) হাফসেঞ্চুরির পর আউট হলে দ্রুত অলআউটের শঙ্কাতে পড়ে যায় পাকিস্তান। কিন্তু লেজের দিকে আমের জামালের অবিশ্বাস্য প্রতিরোধ অজিদের হতাশই করেছে। অবশ্য ১৩ রানে নাথান লায়ন জামালের ক্যাচ মিস না করলে ইনিংসটা এত দূর যেত না। কিন্তু দ্বিতীয় জীবনটা লুফে নিয়ে পাকিস্তানকে উদ্ধারে মনোযোগ দেন তিনি। দশম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের জুটি উপহার দিয়েছেন। জামালকে ৮২ রানে আউট করে ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেছেন লায়ন। জামাল আউট হতেই প্রথম ইনিংস ৩১৩ রানে শেষ হয় তাদের। হামজা ৪৩ বল থেকে ৭ রানে অপরাজিত ছিলেন। টানা তিন ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আঘাত হেনেছেন প্যাট কামিন্স। তিন ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট। সিডনিতে খরচ করেছেন ৬১ রান। দুটি নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়