১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কেন ব্রাজিল বাদ দিয়ে রিয়ালকে বেছে নিলেন আনচেলত্তি

প্রতিদিনের ডেস্ক
কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে দেশটির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হিসেবে নিশ্চিত থাকলেও এই ইতালিয়ান ব্রাজিলকে এড়িয়ে গত শুক্রবার রিয়ালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেন। এ প্রসঙ্গে আনচেলত্তি বললেন, রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি আনন্দিত। যদি তিনি ব্রাজিলে যোগ দিতেন তবে আনচেলত্তিই হতেন গত ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। কিন্তু ৬৪ বছর বয়সী এ কোচ রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে গতকাল কথা বলেছেন সংবাদ সম্মেলনে। লা লিগায় স্বাগতিক হয়ে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। বড়দিনের ছুটির পর বুধবার (বাংলাদেশ সময়) রাতে মাঠে ফিরবে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচটির সংবাদ সম্মেলনে ব্রাজিল ও রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘সবাই জানেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে শ্রদ্ধা ও আগ্রহ তিনি দেখিয়েছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তবে সবকিছু রিয়ালের জন্য ঝুলে ছিল। সাম্প্রতিক সময়ে এদনালদোও (সিবিএফের) সভাপতি পদে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা আমি চেয়েছি-রিয়ালে থেকে যাওয়া। আমি জানি না ২০২৬ সালে ব্রাজিল আমাকে চাইবে কি না এবং আমি এটাও জানি না তারা আমার সিদ্ধান্তে খুশি হবে কি না।’ মোট চারবার চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তি কোচ হিসেবে রিয়ালকে ইউরোপসেরা বানিয়েছেন দুবার। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে ২০২৬ সালের পর থেকে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন আনচেলত্তি, ‘২০২৬ সালে থাকব কি না, সেটা নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। হয়তো থাকতেও পারি। আমি রিয়ালের কোচ হিসেবে ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যেতে চাই। কারণ, এখানে আমি থাকতে চাই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়