প্রতিদিনের ডেস্ক
নিজের মাঠে শেষবার অস্ট্রেলিয়ার সাদা পোশাক আর ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে হাজির অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সঙ্গে তার সন্তানরা। একদিন আগেই জানিয়েছিলেন নিজের অতি প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপটা হারিয়ে ফেলেছেন তিনি। খোঁজ চেয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ভিডিওবার্তায় অনুরোধ জানিয়েছেন পেলে যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে বুধবার টসের আগে মাথায় অস্ট্রেলিয়ার চিরচেনা সবুজ ক্যাপ নিয়েই হাজির হয়েছিলেন ওয়ার্নার। তবে কী একদিনের মাথায় ক্যাপ ফিরে পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্য জানিয়েছে, এটা ওয়ার্নারের সঙ্গে থাকা বাড়তি একটি ক্যাপ। ২০১১ সালে অভিষেকের দিন যে ক্যাপটি দেওয়া হয়েছিল, সেটি ছিঁড়ে যাওয়ার পর তা আবার সারিয়ে নিতে পাঠানো হয় প্রস্তুতকারকদের কাছে। সেসময়ই একটি ক্যাপ তুলে দেওয়া হয় ওয়ার্নারের হাতে। বাড়তি সেই ক্যাপ নিয়েই আজ সিডনিতে হাজির হয়েছেন তিনি। এর আগে, মেলবোর্ন টেস্ট শেষ করে সিডনিতে যাওয়ার পথে হারিয়ে যায় ওয়ার্নারের ক্যাপ। ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’ ম্যাচের আগে ফক্স ক্রিকেটের সামনে আরও একবার ক্যাপ ফেরত পাওয়ার আকুতি জানান ওয়ার্নার, ‘এখনো ক্যাপ খুঁজে পাইনি। আপনি যদি আমার ব্যাকপ্যাক পেয়ে থাকেন, আমি আপনাকে আমার ব্যাকপ্যাক দিয়ে দিব। আমি শুধু ওই ব্যাগি গ্রিনসগুলোই ফেরত চাই, প্লিজ।’
অস্ট্রেলিয়ার এই ওপেনারের সঙ্গে ঘটে যাওয়া এমন কাণ্ডে তদন্তের আহ্বান করেছেন প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদও। এমনকি দেশের সেরা গোয়েন্দা দিয়ে ক্যাপ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। ওয়ার্নারের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্যাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’