১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’

প্রতিদিনের ডেস্ক:
তাইওয়ানের আকাশে আবার ‘চীনা বেলুন’
তাইওয়ানের আকাশে আবারও তিনটি চীনা বেলুন উড়তে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গতকাল মঙ্গলবার তিনটি চীনা বেলুন তাইওয়ান প্রণালি অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে। এ নিয়ে গত ৩০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো চীনা বেলুন ঢুকে পড়ল তাইওয়ানের আকাশসীমায়। গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে জোরেশোরে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে। আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সামরিক ও রাজনৈতিক—উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারে জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান। তাইপের সন্দেহ, চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। বুধবার (৩ জানুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় চীনা সামরিক কার্যক্রমের দৈনিক আপডেটে বলেছে, তারা আকাশসীমায় উড়ন্ত চারটি বেলুন শনাক্ত করেছে, যার মধ্যে তিনটি তাইওয়ানের কেন্দ্র দিয়ে উড়ে গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বেলুন তিনটি তাইওয়ান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি চিং চুয়ান কাংয়ের দক্ষিণ-পশ্চিমে যথাক্রমে ১০৫ নটিক্যাল মাইল,, ১৬০ নটিক্যাল মাইল এবং ১৫৯ নটিক্যাল মাইল দূরত্বে উড়েছিল। এরপর বেলুনগুলো অদৃশ্য হয়ে যায়। বেলুনগুলো কীসের জন্য ব্যবহার করা হয়েছিল তা জানায়নি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তাইপে এর আগের ঘটনাগুলোর সময় বলেছিল, চীনা বেলুন আবহাওয়া পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়