প্রতিদিনের ডেস্ক:
নিউজিল্যান্ডে ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে ক্রিসমাস-নববর্ষের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন, যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বুধবার (৩ জানুয়ারি) দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে। নিউজিল্যান্ডে সড়ক নিরাপত্তা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ)। এএ’র সড়ক নিরাপত্তার মুখপাত্র ডিলান থমসেন বলেছেন, ভালো চালকদের ক্ষেত্রেও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তিনি চালকদের আত্মতুষ্ট না হওয়ার জন্য সতর্ক করেছেন।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৩৪৩ জনের প্রাণহানি হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩৭২। স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তায় চালকদের আচরণ যেমন সিটবেল্ট না পরার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে।