১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় যুব মহিলালীগের নির্বাচনী পথসভায় মাশরাফি

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল-২ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন,আমি যুদ্ধ করতে এসেছি,আরাম করতে নয়। আর একটি মাশরাফি আসবেনা অনিয়মের বিরুদ্ধে কথা বলতে। আপনারা যদি ভুল করেন তাহলে নতুন প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। আপনাদের এতটুকু কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখেন তাহলে সকল অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাদের পাশে থেকে সেবা করবো। বুধবার বিকালে লোহাগড়া পৌরসভার আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের(থানা প্রাথমিক বিদ্যালয়) মাঠে উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলীর উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি আরোও বলেন, আমি কি পারতাম না বউ -বাচ্চা, বাবা- মা নিয়ে ঘরে বসে শীতে পিঠা খেতে,আরাম করতে ? কিংবা বিদেশে ঘুরতে? আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনাদের জন্য কিছু করার। সেজন্য আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আগামী ৭ জানুয়ারী একদিন আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে যেয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি আগামী ৫ বছর আপনাদের পাশে থেকে সেবা করবো। লোহাগড়া উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম,ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক স্বপনীল শিকদার নীল প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়