২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শুটিং দিয়ে বছর শুরু পরীমনির

প্রতিদিনের ডেস্ক
শুটিং দিয়ে বছর শুরু করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ সিনেমার শুটিংয়ের মধ্যে দিয়ে গেছে এ নায়িকার। ঢাকার ৩০০ ফিটে এর শুটিং হয়েছে। পরীমনি নিজের একমাত্র সন্তান রাজ্যকে নিয়েই শুটিং স্পটে যান এখন। সেখানেই রাজ্যকে সামলে শুটিংয়ে অংশ নেন। এবারো তাই হয়েছে। ‘বুকিং’ ওয়েব ছবিতে পরীমনির বিপরীতে রয়েছেন এবিএম সুমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে কয়েকটি নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ। মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। এ ওয়েব ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও এবিএম সুমন।
এটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনি বলেন, ‘বুকিং’ এর গল্প খুব সুন্দর। নানা চমক থাকছে। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এবিএম সুমনের সঙ্গে কাজ করছি। সবমিলিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। পাশাপাশি নতুন বছরটিও এমন একটি কাজের মধ্যদিয়ে শুরু করছি বলে ভালো লাগছে। এদিকে এর আগে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়