প্রতিদিনের ডেস্ক
জয় দিয়ে নতুন বছর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মাদ্রিদের দলটি। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। সেই সঙ্গে পোক্ত করলো শীর্ষস্থান। বুধবার (৩ জানুয়ারি) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ জমাট রেখে আক্রমণ করতে থাকে রিয়াল। ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। তবে লুকা মদ্রিচের ক্রসে বক্সে জুড বেলিংহ্যামের হেড অনায়াসে ঠেকান মায়োর্কা গোলরক্ষক। ছয় মিনিট পর সুযোগ পেয়েও বাইরে মেরে হেলায় হারান ভিনিসিউস। ৩৭তম মিনিটে দুর্দান্ত এক সেভে রিয়ালকে আরেকবার হতাশ করেন মায়োর্কা গোলরক্ষক রাইকোভিচ। বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিউসের নেওয়া চমৎকার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এই সার্বিয়ান গোলরক্ষক। গোল মিসের মহড়ায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণ করে মায়োর্কা। তবে গোলের দেখা পায়নি তারা। ৫৫তম মিনিটে ২৫ গজ দূর থেকে সামু কস্তার জোরাল নিচু শট পোস্টে লাগে। ৬৯তম মিনিটে মোক্ষম এক সুযোগ হারায় রিয়াল। রদ্রিগোর শট গোলরক্ষক ফেরালেও হেডে লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাহিম দিয়াস। অবশেষে ‘ডেডলক’ ভাঙে ৭৮তম মিনিটে। মদ্রিচের দারুণ কর্নারে লাফিয়ে হেডে রিয়ালকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। তাতে ঘরের মাঠে স্বস্তির তিন পয়েন্ট ধরে রাখে রিয়াল। এই জয়ে ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৪৮। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়োর্কা।