প্রতিদিনের ডেস্ক
কেপ টাউন টেস্ট দুইদিনও গেল না। বোলারদের দাপটে মাত্র ৬৪২ বলের মধ্যেই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। যেখানে ৭ উইকেটে জয় পেলো ভারত। তাতে দুই ম্যাচ টেস্ট সিরিজ সমতায় শেষ হলো। বলের বিচারে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট এটি। এর আগে ১৯৩২ সালে ৬৫৬ বলের মধ্যে শেষ হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার মেলবোর্ন টেস্ট। ৯২ বছর পর মাত্র ৬৪২ বলের মধ্যে শেষ হলো ভারত-দ. আফ্রিকার মধ্যকার কেপ টাউন টেস্ট। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৩ রান করে ভারত। ৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলে প্রথম দিন শেষ করে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দ্বিতীয় দিনে চলে আসা-যাওয়ার মিছিল। কিন্তু একপ্রান্ত আগলে লড়ছিলেন মার্করাম। তিনি ৯৯ বলে ১৬টি চার ও ২ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন। দলীয় ১৬২ রানের মাথায় তিনি আউট হন। ১০৩ বল খেলে ১৭টি চার ও ২ ছক্কায় ১০৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর ১৭৬ রানের মধ্যে গুটিয়ে যায় স্বাগতিকরা। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৭৯ রানের। দলের সবাই মিলে করে ৭০ রান। আর মার্করাম একাই করেন বাকি ১০৬ রান। বল হাতে জাসপ্রিত বুমরাহ ১৩.৫ ওভার বল করে ৬১ রান দিয়ে নেন ৬টি উইকেট। এছাড়া মুকেশ কুমার ২টি এবং মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা ১টি করে উইকেট নেন। ৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ভারত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জশস্বী জয়সওয়াল ৬ চারে সর্বোচ্চ ২৮ রান করেন। ২ চারে অপরাজিত ১৬ রান করেন রোহিত শর্মা। এছাড়া বিরাট কোহলি ১২ ও শুবমান গিল করেন ১০ রান। বল হাতে ১টি করে উইকটে নেন কাগিসু রাবাদা, নান্দ্রে বার্জার ও মার্কো জানসেন। ম্যাচসেরা হয়েছেন ৭ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ। আর সিরিজ সেরা হয়েছেন বিদায়ী ডিন এলগার (২০১ রান) ও জাসপ্রিত বুমরাহ (১২ উইকেট)।