১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রথম রিস্টফোন উন্মোচনের অপেক্ষায় ফায়ার-বোল্ট

প্রতিদিনের ডেস্ক
ভারতের বাজারে নতুন ওয়্যারেবল ডিভাইস উন্মোচনে কাজ করছে ফায়ার-বোল্ট। তবে এবার কোনো স্মার্টওয়াচ আনছে না কোম্পানিটি। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রথমবারের মতো দেশটিতে রিস্টফোন মডেল বাজারজাতে কাজ করছে ফায়ার-বোল্ট। খবর গিজমোচায়না।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি বড় ঘোষণার মাধ্যমে এ বিষয়ে জানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন এ ডিভাইস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। রিস্টফোনের ল্যান্ডিং পেজে জানানো হয়, নতুন এ ওয়্যারেবল ডিভাইসটি শিগগিরই বাজারে উন্মোচন করা হবে। অফিশিয়ালি কামিং সুন নামের প্রচারণাও চালানো হচ্ছে। ফ্লিপকার্ট ওয়েবসাইটে নতুন এ গ্যাজেটের ডিজাইন সম্পর্কেও ধারণা দেয়া হয়েছে। এতে আয়তাকার ডিজাইন, রাউন্ডেড কর্নার দেয়া হবে। প্রযুক্তিবিদদের মতে, এটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো। কেননা এর ডিসপ্লের পাশে ধাতব ফ্রেম ব্যবহার করা হয়েছে। রিস্টফোনের সাইটে একটি বাটন ও ঘূর্ণায়মান ক্রাউন রয়েছে। প্রযুক্তি বিশারদদের মতে, রিস্টফোন মডেল হিসেবে এতে বিভিন্ন ফিচার থাকবে। অর্থাৎ এটি ব্যবহারে হয়তো স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে হবে না। এছাড়া এতে ই-সিম ও আলাদা অপারেটিং সিস্টেম থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।প্রাপ্ত তথ্যানুযায়ী, বাজারজাতের অপেক্ষায় থাকা ফায়ার-বোল্ট রিস্টফোনে ফায়ারওএস ব্যবহার করা হতে পারে। ফায়ারবোল্টের তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটিতে ওয়াচ ও সেলফোনের মিশ্রিত অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে কবে নাগাদ ডিভাইসটি বাজারে আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ফ্লিপকার্টের লিস্টিংয়ের তথ্যানুযায়ী শিগগিরই ডিভাইসটি আনা হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়