প্রতিদিনের ডেস্ক
২০১৭ সালে মুক্তি পেয়েছিল শশাঙ্ক খৈতান পরিচালিত, করণ জোহর প্রযোজিত ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট। সাত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির পরের ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বরুণ। কিন্তু ছবিটিতে আলিয়াকে নিতে চাচ্ছেন না করণ জোহর। ২০২৪ সালের শেষ দিকেই শুরু হবে ‘দুলহানিয়া-৩’ এর শুটিং। ছবিতে প্রথমে আলিয়াকে নেয়ার কথা থাকলেও তাকে বাদ দেয়া হচ্ছে।