১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভয়কে জয় করেছেন ক্যাটরিনা

প্রতিদিনের ডেস্ক
ক্যাটরিনা কাইফ। বলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা। গ্ল্যামার আর অ্যাকশনে নিজেকে অনন্য করে তুলেছেন তিনি। তবে গল্পপ্রধান ছবিতে তাকে পাওয়া যায়নি। এবার সেই শূন্যতা পূরণ হচ্ছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমার সুবাদে। এটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন। স্বাচ্ছন্দ্য থেকে বের হয়ে, ছক ভাঙা এই চরিত্রে কাজের প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘বাণিজ্যিক, বিনোদনমূলক ছবিতে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। তো সেটা থেকে বের হয়ে অন্য ধাঁচের কাজ করতে গেলে একটু নার্ভাস, ভয় লাগতেই পারে। তবে এই ভয়টা কেটেছে, কারণ কাজটির অভিজ্ঞতা অসাধারণ।

তাছাড়া একজন পারফর্মার হিসেবে এরকম কাজ আমার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো, ভয়টা অনুভব করো, এটা ভালো এবং সেই অনুযায়ী প্রাণপণে চেষ্টা করো; আমিও তাই করছি।’ ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় ক্যাটরিনার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। তার প্রসঙ্গে ক্যাটরিনার পর্যবেক্ষণ এরকম, ‘শ্রীরাম স্যার ও বিজয়ের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। আমরা যখন প্রথমবার একটি রুমে গল্পটি নিয়ে বসেছিলাম, এক মুহূর্তেই গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছিলাম। আর যে মুহূর্তে বিজয় একটি দৃশ্য নিয়ে কথা বলছিলেন, সেটা আমার জন্য অভাবনীয় ছিল। আমি শুধু ভাবছিলাম, গল্প, চরিত্র, মানুষ এসব নিয়ে একটা মানুষ এত ব্যতিক্রম উপায়ে ভাবেন!’ থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। এতে বিজয় ও ক্যাটরিনার সঙ্গে আছেন অশ্বিনী কালসেকর ও রাধিকা আপ্তে। আগামী ১২ জানুয়ারি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়