১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

৩৪ ভিসিকে ডেকেছে ইউজিসি, গুচ্ছ ভর্তি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত

প্রতিদিনের ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি ও কৃষি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও রয়েছেন।
Bangladesh Parliament Electionজাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
আগামী ১৪ জানুয়ারি ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হবে। এতে ইউজিসি চেয়ারম্যান, সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেবেন উপাচার্যরা।
ইউজিসির পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি রোববার বেলা ১১টায় কমিশন ভবনের অডিটোরিয়ামে (ষষ্ঠতলা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনে চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
সভায় আসন্ন শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আলমগীর মতবিনিময় করবেন।চিঠিতে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য উপস্থিত থাকবেন।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খানকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়