১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

চীনে লেনোভোর নতুন ল্যাপটপ উন্মোচন

প্রতিদিনের ডেস্ক
চীনের বাজারে এএমডির প্রসেসরযুক্ত শাওশিন এয়ার ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। এর আগে ইন্টেলের কোর আই৫-১২৪০পি প্রসেসরযুক্ত ডিভাইস বাজারজাত করেছে কোম্পানিটি। সেটির দাম ছিল ৫ হাজার ৪৯৯ ইয়েন (৭৭৭ ডলার)। এএমডির চিপযুক্ত ভ্যারিয়েন্টটির দাম ৩ হাজার ৯৯৯ ইয়েন (৫৬৫ ডলার)। ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ২.৮কে ডিসপ্লে ও ১২০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের রেজল্যুশন ২৮৮০x১৮০০, সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস পিক। —গিজমোচায়না

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়