১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইনফিনিক্সের নতুন গেমিং স্মার্টফোন হট ৪০আই

প্রতিদিনের ডেস্ক
দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। হট ৪০আই নামে ডিভাইসটি তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে দাবি কোম্পানিটির। বিশেষ ছাড়সহ বর্তমানে শুধু ই-কমার্স প্লাটফর্ম দারাজে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
ইনফিনিক্সের নতুন গেমিং স্মার্টফোনে শক্তিশালী অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৬ দশমিক ৬ ইঞ্চির ৯০ হার্জ এইচডিপ্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে এবং এর সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এ নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফেস লক স্ট্যাটাস, চার্জিং স্ট্যাটাস এবং ভয়েস কলের ব্যাপারে জানাবে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার ফোনটি গতি আনবে গেমিং ও অন্যান্য কাজে।
নিরাপত্তার জন্য ফোনটিতে আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট গোল্ড এ তিনটি রঙে স্মার্টফোন কিনতে ১৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়