১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কমছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

প্রতিদিনের ডেস্ক
গত এক মাস ধরে বাজারে শীতের সবজি এলেও বাজারে এর খুব বেশি প্রভাব পড়েনি। আগের মতোই বাড়তি দামে সবজিসহ বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছিলেন ক্রেতারা। তবে এ সপ্তাহে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা গেছে নতুন আলু, পটল, ধুন্দল ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহেও ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ও পেপে ৪০ টাকা, কাঁচা কলা হালি ৩০ টাকা, বরবটি ৮০ টাকা ও মটরশুঁটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি জোড়া ৫০ টাকা, ব্রকলি প্রতিটি ৫০ টাকা, সিম প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে গত কয়েকদিন ধরে বাড়তি দামে বিক্রি হওয়া পেঁয়াজের দামও কমতির দিকে। বাজারে দেশি পেঁয়াজ ৮০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১১০ টাকা, রসুন বড় ২২০ টাকা, রসুন ছোট ২৫০ টাকা, আদা ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, সাধারণত শীতকালে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমে। কিন্তু এবার শীত আসার পরও দাম কমছিল না। এ সপ্তাহে এসে শীতের সবজিগুলো একটু কম দামে বিক্রি হচ্ছে।
কাওরান বাজারে বাজার করতে আসা ক্রেতা শাজাহান জানান, এক সপ্তাহ আগেও বাজারে ৮০ টাকার নিচে কোনও সবজি পাওয়া যায়নি। এখন দাম কমায় বাজার করে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে এখনও কয়েকটি সবজির দাম কমেনি বলেও জানান তিনি।
এদিকে সবজির দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাওরান বাজারে সবজি বিক্রেতা মাহমুদুল হাসান বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় আমরা কম দামে বিক্রি করতে পারছি। নির্বাচন শেষ হলে বাজারে শীতের সবজি আরও কম দামে পাওয়া যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়