২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কোয়েস্ট ২ হেডসেটের দাম কমাবে মেটা

প্রতিদিনের ডেস্ক
অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের বাজারে শক্ত অবস্থান তৈরিতে কাজ করছে প্রযুক্তি জায়ান্টগুলো। এর অংশ হিসেবে কোয়েস্ট ৩ হেডসেট আনতে কাজ করছে মেটা। ফলে কোয়েস্ট ২ হেডসেটের দাম স্থায়ীভাবে কমানোর কথাও ভাবছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
কোয়েস্ট ব্লগ আপডেট সূত্রে এ তথ্য জানতে পেরেছে টেকক্রাঞ্চ। স্থায়ীভাবে কোয়েস্ট ২ ভিআর হেডসেটের দাম কমিয়ে ২৫০ ডলার করা হবে। তবে ব্ল্যাক ফ্রাইডে থেকেই কোয়েস্ট ২ ডিভাইসটি বিক্রি হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, নতুন দামে বিক্রি শুরু হলে এটি আগের প্রজন্মের হেডসেটগুলোর তুলনায় ভালো প্রভাব ফেলবে।
বিবৃতিতে কোম্পানি জানায়, ভিআর ডিভাইসকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের কাছে আরো উপায় রয়েছে। যে কারণে কোয়েস্ট ২ হেডসেট ও এর অ্যাকসেসরিজের দাম স্থায়ীভাবে কমানো হচ্ছে। চলতি মাস থেকেই এটি কার্যকর করার কথা। সে হিসেবে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কোয়েস্ট ২-এর দাম হবে ২৫০ ডলার এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৩০০ ডলার। এছাড়া রিফারবিশড ভার্সনের দামও কমিয়ে ২৩০ ও ২৭০ ডলার নির্ধারণ করেছে মেটা। হেডসেটের পাশাপাশি এর বিভিন্ন অ্যাকসেসরিজের দামেও পরিবর্তন আসছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়