প্রতিদিনের ডেস্ক
ভয়েস ও ভিডিও কলের অভিজ্ঞতা উন্নয়নে নতুন পরিবর্তন চালু করছে টেলিগ্রাম। এছাড়া অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ডিলিট অ্যানিমেশনেও পরিবর্তন আনছে মেসেজিং প্লাটফর্মটি। টেলিগ্রামকে মেসেজিং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হলেও এতে থাকা ভয়েস ও ভিডিও কলিংও গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ দুটি ফিচারও এন্ড-টু-এন্ড এনক্রিপশনে থাকায় ব্যবহারকারীরা ব্যবহার বাড়াচ্ছে। নতুন আপডেটে ভয়েস ও ভিডিও কলে নতুন অ্যানিমেশন যুক্ত করার মাধ্যমে ইউজার ইন্টারফেসে পরিবর্তন এনেছে। এক ঘোষণায় বলা হয়, কলিংয়ের গুণগত মান আরো উন্নত করা হয়েছে এবং নতুন বছরে আরো পরিবর্তন আনা হবে। নাইনটুফাইভগুগল