১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

নেতিবাচক চরিত্রে প্রশংসিত ছন্দা

প্রতিদিনের ডেস্ক
বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে একজন সুঅভিনেত্রী আগেই প্রমাণ করেছেন গোলাম ফরিদা ছন্দা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানতালে কাজ করছেন তিনি। তবে গত দুই বছরে সাজ্জাদ সুমন পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ এ যেন একেবারে নিজেকে ভেঙে-চুরে পর্দায় উপস্থাপন করে আসছেন তিনি। প্রথমদিকে সহজ, সরল, নীতিবান ও সাহসী রুনা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন ছন্দা। তার সেই অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় দর্শকমহলে। তবে গত বেশ কিছুদিন ধরেই এ নাটকে ভোল পাল্টেছেন এ অভিনেত্রী। সাধারণ ও শান্ত রুণা রূপ নিয়েছেন বদমেজাজি ও চক্রান্তকারীতে। একই নাটকে অল্প সময়ের ব্যবধানে ছন্দার এমন অভিনয় আরও বেশি আলোচিত হচ্ছে। অনেকেই ইউটিউবে নাটকের কমেন্টবক্সে প্রশংসা করছেন ছন্দার। আবার অনেকে গল্পের রেশ টেনে রুনাকে ঘৃণাও জানাচ্ছেন।
‘মাশরাফি জুনিয়র’ দুই রূপে অভিনয় করা ছন্দা অবশ্য বিষয়টি উপভোগই করছেন। এদিকে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা। তার পথ অনুসরণ করেই সিনেমায় পা রেখে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন তার কন্যা টাপুর। ‘দেশান্তর’ এ অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। অন্যদিকে ‘বঙ্গমাতা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন আরেক কন্যা টুপুর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়