১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় চারজনের তিনজনই ভারতের!

প্রতিদিনের ডেস্ক
সংক্ষিপ্ত তালিকায় চারজনের তিনজনই ভারতের।সংক্ষিপ্ত তালিকায় চারজনের তিনজনই ভারতের। ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। চারজনের সেই তালিকায় বিশ্বকাপ রানার্স আপ ভারতেরই আধিপত্য। ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার কারো সেখানে স্থান হয়নি। ভারত থেকে জায়গা পাওয়া তিনজন হলেন- বিরাট কোহলি, শুবমান গিল ও মোহাম্মদ শামি। চতুর্থজন হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। গত বছরটায় আলো ছড়িয়েছেন গিল। ২৯ ম্যাচ খেলে ৬৩.৩৬ গড়ে ১ হাজার ৫৮৪ রান করেছেন। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো ২০৮ রানের ইনিংস খেলে ওয়ানডের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের কীর্তি গড়েছেন। এই ফরম্যাটে দ্রুততম হাজার রান করার তালিকাতেও যৌথভাবে তার অবস্থান দুইয়ে। তার পরেই আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। গত বছর ১ হাজার ৩৭৭ রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে ৭৬৫ রান করেছেন ওয়ানডে বিশ্বকাপেই! যেখানে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ছিলেন তিনি। একই বছর প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। শামি ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। যেখানে ১০.৭ গড়ে ২৪ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজেকে বর্ষসেরার দাবিদার হিসেবে তুলে ধরেছেন। কিউই ব্যাটার মিচেলও ব্যাট হাতে কম ছিলেন না। ২২ ম্যাচে তুলেছেন ১ হাজার ২০৪ রান। এক পঞ্জিকা বর্ষে কোনও নিউজিল্যান্ড ব্যাটারের যা তৃতীয় সর্বোচ্চ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়