১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

মদ বিক্রিতে পশ্চিমবঙ্গের রেকর্ড

প্রতিদিনের ডেস্ক:
মদ বিক্রিতে আগের সব রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গ। বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রি হয়েছে প্রায় ৭৫০ কোটি রুপির। সাধারণ সময়ের তুলনায় এই ৭ দিনে ৪০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজ্যে ভ্রমণস্থলগুলোতে- দার্জিলিং, শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুরের পাহাড়ি এলাকা, দিঘা এবং বাংলার উপকূল-সংলগ্ন অঞ্চলে সর্বাধিক মদ বিক্রি হয়। একইসঙ্গে মদ বিক্রিতেও পিছিয়ে নেই কলকাতাও। দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি। বাংলা মদের বিক্রির পরিমাণ অনেকটাই কম। দামী মদের বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিয়ার বিক্রি তুলনামূলক ভাবে সামান্য কমেছে বলেই আবগারি দফতর সূত্রে খবর। প্রসঙ্গত, চরতি বছর পূজায় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ৬০০ কোটি টাকা। এ বার সেই রেকর্ডও ভেঙে দিল বর্ষবরণ উৎসবের আনন্দ৷
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, চলতি আর্থিক বছরের (২০২২-২৩) শুরু থেকে এখনও পর্যন্ত মদ বিক্রির পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। বিদেশি মদের বিক্রি বেড়েছে অন্তত ২০-২২ শতাংশ। গত আর্থিক বছর কমবেশি সাড়ে ১৬ হাজার কোটি টাকা আয় হয়েছিল। ফলে আর্থিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান, চলতি আর্থিক বছরে আবগারি বাবদ আয় গত বছরকেও ছাপিয়ে যেতে পারে। কারণ, এখনও চলতি আর্থিক বছরের প্রায় তিন মাস বাকি রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়