২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় টয়লেটের হাউজ থেকে নারীর লাশ উদ্ধার : আটক ১

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় টয়লেটের হাউজ থেকে আম্বিয়া খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলহাটা গ্রামের রাজ্জাক মোল্যার বাড়ির টয়েলেটের হাউজের ভিতর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আম্বিয়া মঙ্গলহাটা গ্রামের হবিবার মোল্যার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন রাজ্জাক মোল্যার বাড়ির পিছনে থাকা একটি টয়েলেটের হাউজের ঢাকনার ফাঁক দিয়ে শাড়ি কাপড় দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে হাউজের ভিতর থেকে আম্বিয়া নামের ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনাসাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থাানায় নিয়ে আসে। এলাকাবাসী জানিয়েছেন, দুই বছর আগে সাব্বির তার আপন মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘদিন জেল-হাজতে থাকার পর সম্প্রতি জামিনে বাড়ীতে আসে। সাব্বির অনেকটা মানসিক ভার ভারসাম্যহী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাব্বির মোল্যাকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে গভীর রাতে এ হত্যাকান্ড হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়