প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা থাকায় অনেক কাজই সহজ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং, মেসেজিং, ছবি-ভিডিও এডিটিংসহ বিভিন্ন অ্যাপ এগুলোর মধ্যে অন্যতম। সাইবার অপরাধীরা এসব অ্যাপের আড়ালে থেকে ম্যালওয়্যার ছড়াতে সচেষ্ট।
সম্প্রতি একটি অ্যান্ড্রয়েড ব্যাকডোর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন এমসিএফি গবেষকরা। ম্যালওয়্যারটির নাম জ্যাম্যালিসিয়াস। বিপজ্জনক এ ম্যালওয়্যার এরই মধ্যে গুগল প্লে-স্টোর থেকে ৩ লাখ ৩৮ হাজার ৩০০ ডিভাইসে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে, ১৪টি অ্যাপের মাধ্যমে এ ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে। অ্যাপগুলো হলো এসেন্সিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড, থ্রিডি স্কিন এডিটর ফর পিই মেইনক্রাফট, লোগো মেকার প্রো, অটো ক্লিক রিপিটার, কাউন্ট ইজি ক্যালোরি ক্যালকুলেটর, ডটস: অন লাইন কানেক্টর, সাউন্ড ভলিউম এক্সটেন্ডার ইত্যাদি।
এমসিএফি গবেষকদের দাবি ২০২০ সালের মাঝামাঝি থেকেই এ অ্যাপগুলো ব্যবহারকারীরা ডাউনলোড করে আসছেন। আর সে সময় থেকেই জ্যাম্যালিসিয়াস ম্যালওয়্যারটিও ব্যবহারকারীদের ডিভাইসের ক্ষতি করে চলেছে।