প্রতিদিনের ডেস্ক
বলিউড চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবিতে নায়ক মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। একজন বারো ক্লাস ফেল ছেলের আইপিএস অফিসার হওয়ার গল্প বলা এই ছবিটি এবার অস্কারের পথে। এই ছবিটি অস্কারে স্বাধীন মনোনয়ন হিসেবেও জমা দেয়া হয়েছে।