প্রতিদিনের ডেস্ক
অ্যান্ড্রয়েড অটোতে দীর্ঘ লেখার সারসংক্ষেপ তুলে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা যুক্ত করতে যাচ্ছে গুগল। অ্যাপটির বেটা ভার্সনের কোডে টেক্সট সারসংক্ষেপসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। ফিচারটি গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের মাধ্যমে আসা টেক্সট পড়ে শোনাবে। খবর গিজচায়না।
এক বিবৃতিতে গুগল জানায়, এআইয়ের মাধ্যমে টেক্সট সারসংক্ষেপ করার প্রাথমিক পর্যায়ে ভুল থাকতে পারে। তবে সময়ের সঙ্গে ফিচারটিকে আরো সমৃদ্ধ ও উন্নত করা হবে। এটি গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে বলে অভিমত প্রযুক্তিবিশারদদের। এআইয়ের মাধ্যমে টেক্সট সারসংক্ষেপ অ্যান্ড্রয়েড অটোতে কীভাবে দেখানো হবে সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অ্যান্ড্রয়েডের গুগল মেসেজিংয়ে আগেই এআই ফিচার ম্যাজিক কম্পোজ যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড অটোতে টেক্সট বা লেখার সারসংক্ষেপ তুলে ধরার বিষয়টি একেবারেই নতুন। বার্ড ও জেমিনি এআই মডেলের মাধ্যমে এরই মধ্যে গুগল এআই খাতে অনেকটাই এগিয়ে গেছে। প্রযুক্তি বিশ্লেষকদের আশা, ২০২৪ সালে এআই নিয়ে আরো ব্যস্ত সময় পার করবে কোম্পানিটি।