৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

আইফোনের ফ্রন্ট ক্যামেরায় আপগ্রেড আনছে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক
আইফোনের ফ্রন্ট বা সেলফি ক্যামেরাগুলো আরো আপগ্রেড করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠান আইফোন ১৭-তে সেলফি ক্যামেরায় পরিবর্তন আনতে যাচ্ছে। অ্যাপলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল থেকে ২৪ মেগাপিক্সেলে আপগ্রেড করা হবে। খবর টেক রাডার।
অ্যাপল প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও জানান, ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোর সঙ্গে আসন্ন আইফোনের মডেলগুলোয় সামনের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরার লেন্সকেও আরো আপগ্রেড করা হবে। মিং-চি কুও আরো জানান, আইফোন ১৭-এর মেগাপিক্সেল বর্তমান মডেলগুলোর থেকে দ্বিগুণ মেগা পিক্সেলের কাউন্ট করা হবে। ফলে আগের তুলনায় আরো ভালো মানের ছবি তুলতে সক্ষম হবে আইফোনের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা।
অ্যাপল সর্বশেষ তাদের আইফোন ১১ প্রো ম্যাক্সে সামনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার আপগ্রেড করেছিল। যাতে ৭ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তন করে ১২ মেগাপিক্সেল আনা হয়েছিল। অ্যাপল প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও আরো জানান, আইফোন ১৭-এ সিক্সপি লেন্স সিস্টেম থাকবে যা ছয়টি প্লাস্টিক লেয়ার উপাদানে নির্মিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়