৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

উইন্ডোজ কীবোর্ডে যুক্ত হচ্ছে কোপাইলট বাটন

প্রতিদিনের ডেস্ক
মাইক্রোসফট সম্প্রতি স্মার্টফোনের জন্য কোপাইলট অ্যাপ চালু করেছে। এবার ল্যাপটপসহ সব ধরনের কিবোর্ডে সহজে কোপাইলট চালানোর জন্য নির্দিষ্ট বাটন বা কি যুক্ত করতে যাচ্ছে কোম্পানিটি। এর মাধ্যমে প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ডে বড় পরিবর্তন আনা হচ্ছে। খবর এনগ্যাজেট।
বাটন যুক্ত করা ছাড়াও আসন্ন সারফেস ডিভাইসগুলো প্রথম এআইচালিত কম্পিউটার হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তিন দশক আগে মাইক্রোসফট উইন্ডোজের স্টার্ট মেনু খোলার জন্য উইন্ডোজ কি চালু করেছিল। এর পর মেনুতেও একটি উইন্ডোজ আইকন যুক্ত করা হয়েছিল। নতুন আপডেটের মাধ্যমে কিবোর্ডের ডানদিকের অল্টারনেটিভ বা অল্ট (Alt) বাটনের পাশে কোপাইলট কি যুক্ত করা হবে।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের অংশীদার ও ডিভাইস নির্মাতারা নতুন এ কোপাইলট কি তাদের কম্পিউটারে কিবোর্ডে ব্যবহার করতে পারবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা এটি সারফেস ও অন্য বড় ব্র্যান্ডের কম্পিউটারগুলোয়ও যুক্ত হবে।
মাইক্রোসফটের এক কর্মকর্তা জানান, কোপাইলট কি বা বাটনযুক্ত নতুন ডিভাইস চলতি মাসের মধ্যেই বাজারে প্রবেশ করতে পারে। আগামী সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ নতুন এ পরিবর্তনের বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও আশাবাদী প্রযুক্তিবিদরা। অন্যদিকে সারফেস প্রো ১০ ও ল্যাপটপ ৬-এ কোপাইলট কি থাকার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়