প্রতিদিনের ডেস্ক
নিজের বিদায়ী টেস্টটা রাঙাতে চান সবাই। সিডনিতে ডেভিড ওয়ার্নারও তেমন কিছুর অপেক্ষাতে ছিলেন। তবে যেটা পেয়েছেন সেটা ছিল তার কাছে স্বপ্নের পূরণের মতো! হাফসেঞ্চুরিতে দলের জয়ে অবদান রেখে পেয়েছেন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ। অবশ্য হাফসেঞ্চুরিতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১১ রান দূরে থাকতে আউট হয়েছেন। তার পর স্মিভেন স্মিথ আর মার্নাস লাবুশেনের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। এই টেস্ট জেতায় পাকিস্তানও হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। পাকিস্তান ৭ উইকেটে ৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। আগের দিনে ধসে যাওয়া সফরকারীরা এদিন দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১১৫ রানে। তাতে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। এই রান তাড়া করতে গিয়েও শুরুটা শঙ্কা জাগানো ছিল অস্ট্রেলিয়ার। প্রথম ওভারে আউট হন ওপেনার উসমান খাজা (০)। তার পর অবশ্য বিপদ হতে দেননি ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। গড়েন ১১৯ রানের জুটি। ওয়ার্নার ৭৫ বলে ৫৭ রানে আউট হলেও লাবুশেন ৬২ রানে অপরাজিত থেকেছেন। সঙ্গে ছিলেন স্মিথ (৪)। এই টেস্ট দিয়ে ওয়ার্নারের ১২ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো। যা ছিল তার ১১২তম টেস্ট। আউট হয়ে যাওয়ার সময় অজি ওপেনারকে দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই। ৮ উইকেটের জয়ের পর নিজের অনুভূতি এভাবেই জানান তিনি, ‘৩-০ ব্যবধানে জেতা মানে একটা স্বপ্ন সত্যি হওয়া। তাছাড়া ১৮ মাস যেভাবে কেটেছে ওই হিসেবে এমন বিদায়ের বিষয়টিও এখানে যুক্ত। আর মহান সব ক্রিকেটারদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’ ৪৪.৬০ গড়ে ৮ হাজার ৭৮৬ রান নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ওয়ার্নার। ৭০.২০ স্ট্রাইক রেটে যেখানে সেঞ্চুরি ছিল ২৬টি আর হাফসেঞ্চুরি ৩৭টি।