প্রতিদিনের ডেস্ক
গাজার খান ইউনিস এবং দেইর এল-বালাহতে শুক্রবার (৫ জানুয়ারি) ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহের আল-হাকার এবং খান ইউনিসের আল-মানারা এলাকায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১৫ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছে, পূর্ব খান ইউনিসের আল-মানারায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন নিহত হয়। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের মধ্যে বাকি ৫ জন দেইর এল-বালাহের আল-হাকার এলাকায় নিহত হন। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।