১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

গাজীপুরে এক রাতে ২ ভোটকেন্দ্রে আগুন

প্রতিদিনের ডেস্ক
একই রাতে গাজীপুরের তিন বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র রয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এই আগুন দেওয়া হয়।
বিদ্যালয়গুলো হলো- গাজীপুর সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ নং ওয়ার্ডে টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও কালিয়াকৈরের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টিঅ্যান্ডটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে জানায়, স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯-এ কল দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ কক্ষে ক্ষয়ক্ষতি হয়।
তিনি আরও বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ছিল। এবার স্কুলটিতে ভোটকেন্দ্র না।
একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ওই বিদ্যালয়টি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকার মৌচাক ইউনিয়নের বাঁশতলী ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোঁয়া দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।
বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সকালে প্রাত ভ্রমণে বের হয়ে স্কুলে গিয়ে দেখি গেটের তালা ভাঙা। স্কুলে গিয়ে দরজা খুলে দেখি ভেতরে সব পুড়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়