১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

জাপানে ভূমিকম্পে নিহত ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ শতাধিক

প্রতিদিনের ডেস্ক:
জাপানে এ বছরের প্রথম দিনের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) সেই ভূমিকম্পে এখনও ২০০ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত আট বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর ভূমিকম্প। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ভূমিকম্পের মাত্রা ও অবস্থান উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ১লা জানুয়ারি জাপানের হকুরিকু অঞ্চলে ৭.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাতে জাপানের পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই না, হকুরিকু অঞ্চলের প্রায় ২৩ হাজার মানুষ এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। প্রতিবেদন থেকে জানা গেছে, ধসে পড়া ভবনের নিচে ছয়দিন ধরে আটকা পরে আছেন অনেক মানুষ। তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। তাছাড়া প্রায় ৩০ হাজার ঘর-বাড়ি ছাড়া মানুষ সাহায্যের জন্যও অপেক্ষা করছেন। শনিবার ইশিকাওয়া প্রিফেকচারাল সরকার এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ১১০ জন। ওয়াজিমা ও আনামিজু শহরে আরও ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ইশিকাওয়া সরকারের ওয়েবসাইট ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটোতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে ২৭৬ জন নিহত হয়েছিলেন। সেই দিক থেকে এই ভূমিকম্প মৃত্যুর দিকে দ্বিতীয় সর্বোচ্চ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়