১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

বেনাপোল এক্সপ্রেসে বেশিরভাগ ছিল ভারত ফেরত বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উদ্দেশে রওয়ানা দিয়েছিল। এর মধ্যে ঢাকার যাত্রী ছিল ৪৯ জন। এসব তথ্য জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান। সাইদুর রহমান জানান, বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে চলাচল করে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। নির্ধারিত দিনের মতো এদিনও ১৫৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এর মধ্যে ঢাকার যাত্রী ছিল ৪৯ জন। ট্রেনটিতে বেশিরভাগ ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রী ছিলেন। এছাড়াও বিভিন্ন স্টেশন থেকে আরও কিছু যাত্রী উঠেন। শুক্রবার দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। প্রসঙ্গত, রাজধানীর গোপীবাগ এলাকায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় কতজন দগ্ধ হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়