প্রতিদিনের ডেস্ক
দক্ষিণী তারকা ধানুষের সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন সঞ্চালিকা ঐশ্বরিয়া রঘুপতি। আগামী ১২ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ধানুষের নতুন ছবি ‘ক্যাপ্টেন মিলার’। মুক্তির আগে চেন্নাইয়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছবির প্রচারে বিশেষ অনুষ্ঠান হয়। আর সেখানেই অগণিত দর্শকের মাঝে শ্লীলতাহানির শিকার হন ঐশ্বরিয়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে ঐশ্বরিয়ার গায়ে অশালীনভাবে হাত দেয় এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তার গালে চড়ও মারেন তিনি।