প্রতিদিনের ডেস্ক
সাজ সাজ রব অযোধ্যা জুড়ে। আগামী ২২শে জানুয়ারি গোটা দুনিয়ার নজর থাকবে রামভূমি অযোধ্যায়। সেখানে রামমন্দির উদ্বোধনের প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই বিশিষ্টদের কাছে পৌঁছে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত পেয়েছেন আমন্ত্রণ। এর মাঝে ইনস্টাগ্রামে আমন্ত্রণপত্র শেয়ার করেছেন ‘গেরুয়া শিবির’ ভক্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রামমন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে আপ্লুত এই অভিনেত্রী।