১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুষ্টিয়া-১ আসনে হারলেন নৌকার বাদশা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ভোটে স্বতন্ত্র প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে গেছেন নৌকার প্রার্থী আ.কা.ম সরোয়ার জাহান বাদশা। এ আসন থেকে তিনি গতবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর থেকে চলে ভোট গণনা। জানা গেছে, নিজ আসনের অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে বাদশার। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৫৬৭ ভোট। আসনটিতে ট্রাক প্রতীকে নির্বাচন করে ৮৬ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল হক চৌধুরী। বাদশা হারেন ৩৮ হাজার ৯৭২ ভোটে। রাত পৌনে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়