৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘কেজিএফ’ নায়কের সঙ্গে ‘টক্সিক’ সম্পর্কে কারিনা!

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে ‘কেজিএফ’ তারকা যশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বলিউড বেবো কারিনা কাপুর। বিষয়টি খটকা লাগার মতো, এমনকি প্রশংসা শুনে বিস্মিত হলেন খোদ করণ জোহরও। পরে অবশ্য বোঝা যায়, তখন থেকেই আসলে যশের সঙ্গে ‘টক্সিক’ সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা কাপুর! সাম্প্রতিক সময়ে দক্ষিণী ছবির রমরমা অবস্থা। বহু বলিউড তারকাকেই এখন দক্ষিণে গিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় জুড়তে যাচ্ছে কারিনা কাপুর খানের নাম। যশ-কারিনার এই ছবির নাম ‘টক্সিক’।

জানা যাচ্ছে, গীতু মোহনদাসের পরিচালনায় এই ছবি দিয়েই দক্ষিণী সিনেমার দুনিয়াতে পা রাখছেন কারিনা কাপুর। যে ছবির গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের জীবন। এটি একটি অ্যাকশন থ্রিলার। ‘টক্সিক’ মূলত কন্নড় ছবি হলেও বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই বড় বাজেটের এই ছবির জন্য যশ নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি। সম্প্রতি যশ তার এক্স (টুইটার) হ্যান্ডেলে ছবির মোশন পোস্টার প্রকাশ করে লেখেন, ‘তুমি যাকে খুঁজছো, সেই তোমাকে খুঁজছে।’

তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’ নির্মাতারাও অফিসিয়ালি কোনও ফিমেল কাস্টের কথা উল্লেখ করেননি এখনও। তবে সম্প্রতি করণ জোহরের চ্যাট শো’তে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার মধ্যদিয়ে বিষয়টি জানাজানি হয় চারপাশে। কারিনা এখন মুক্তির অপেক্ষায় আছেন ‘বার্কিংহাম মার্ডারস’-এর। টাবু, কৃতি শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে করিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫ সালে মুক্তি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়