১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘চারুলতা’য় ভাবনা

প্রতিদিনের ডেস্ক
আশনা হাবিব ভাবনা। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, এখন মনোযোগী চলচ্চিত্রে। অভিনেত্রীর নতুন সিনেমার নাম ‘চারুলতা’। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক। এ পরিচালক একসঙ্গে তিনটি চলচ্চিত্র করার ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালে ‘ইতি চিত্রা’র নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু হয় এই নির্মাতার। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন তিনটি সিনেমা বানানোর ঘোষণা দিলেন তিনি। সিনেমাগুলো হলো ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। জানা গেছে, এই মিশনের যাত্রা শুরু হচ্ছে ‘চারুলতা’ দিয়ে।
চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং। নির্মাতা জানিয়েছেন, ঢাকার নিউমার্কেটের ফুটপাথের ব্যবসায়ীদের নিয়ে এ সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। এতে অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। নতুন সিনেমা নিয়ে ভাবনা বলেন, গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুড়ির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা আরও জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা নেয়া হয়েছে ‘চারুলতা’র। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়