প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদ। পায়ের সায়াটিকা সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো টেস্ট সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। অনেকের মতে, অজিদের বিপক্ষে তাকে পেলে লড়াই জমিয়ে তোলা শেষ দুটি টেস্টে ভিন্ন কিছু হতে পারতো। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক রিপোর্টে দাবি করেছে, আবরার তার পুনর্বাসনকে যথেষ্ট গুরুত্ব দেননি। আর এই কারণে সায়াটিকার সমস্যা আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। টিমের চিকিৎসক, ফিজিও ও ট্রেইনারদের সঙ্গে আলাপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেডিক্যাল প্যানেল বোর্ডের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মানেননি আবরার। তার পুনর্বাসন প্রক্রিয়া এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থেকে বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আরও আগেই আবরার তার ব্যথার অভিযোগ করেছিলেন। রিজার্ভ খেলোয়াড় হিসেবে পাকিস্তান দলের সঙ্গে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন তিনি। হায়দরাবাদে প্রথমবার ব্যথার কথা জানান। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোমড়ের নিচের দিকে সায়াটিকা নার্ভের সমস্যা নির্ণয় করা হয়। তাকে কিছু ব্যয়ামের পরামর্শ দিয়ে পুনর্বাসনে যেতে বলা হয়। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে আবার ব্যথা ওঠে। ম্যানেজমেন্ট জানতে পারে, আবরার নিয়মিতভাবে ব্যয়ামগুলো করছেন না। এই অবহেলার কারণে প্রস্তুতি ম্যাচে তো ভুগতে হয়েছেই, পুরো অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হয়ে গেলো তার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না ২৫ বছর বয়সী স্পিনারের।