প্রতিদিনের ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চারিথ আসালঙ্কার ব্যাটিংটা ভালো হলো। ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে পেলেন আরও একটি সেঞ্চুরি। ৯৫ বলে ৫ চার ও ৪ ছক্কার করা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর জিম্বাবুয়েকে শুরুতেই দারুণভাবে চেপেও ধরে তারা। ৫ রানেই তুলে নেয় ২ উইকেট। কিন্তু এরপর পাল্টে যায় দৃশ্যপট। আগমন ঘটে বৃষ্টির। সেটা ঝরতেই থাকে থেমে থেমে। শেষ পর্যন্ত বৃষ্টির জলে ভাসলো আসালঙ্কার সেঞ্চুরি, জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ম্যাচ। কোনো ফল ছাড়াই শেষ হয় সিরিজের প্রথম ম্যাচ। আসালঙ্কা ছাড়া অধিনায়ক কুসল মেন্ডিস ৬ চারে ৪৬ ও সাদিরা সামারাবিক্রমা ৮ চারে করেন ৪১ রান। বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম ২টি করে উইকেট নেন। জিম্বাবুয়ের যে দুটি উইকেটের পতন ঘটেছে সেই দুটিই নিয়েছেন দিলশান মাদুশঙ্ক।