প্রতিদিনের ডেস্ক
নতুন বছরের শুরু থেকেই জোরালো হয়েছে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের ব্রেকআপের গুঞ্জন। বেশ কয়েক মাস ধরেই নিজেদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন না তারা। তাদের এমন আচরণ দেখে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে বেশি। চলচ্চিত্র পাড়া বেশ সরগরম বিষয়টি নিয়ে। যখন এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখন হঠাৎ অর্জুনের বাড়িতে হাজির হয়েছেন মালাইকা। সমপ্রতি প্রতিটি অনুষ্ঠানে আলাদা থেকেছেন দুজনই। অর্জুন তার বোন আংশুলা কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। অন্যদিকে মালাইকা তার বন্ধুদের নিয়ে ব্যস্ত। এর মধ্যেই মিডিয়ার ফটোশিকারীদের ক্যামেরায় ধরা দিলেন মালাইকা। ছবিতে দেখা গেছে অর্জুনের বাড়িতে ঢুকছেন অভিনেত্রী।
প্রতিটি সম্পর্কই উত্থান-পতনের সম্মুখীন হয়। মালাইকা-অর্জুন এর ব্যতিক্রম নয়। ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর একজন মন্তব্য করেছেন, এটা পরিষ্কার যে, মালাইকাকে বেশ দুঃখিত দেখাচ্ছে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে অনেক বছর ধরেই ডেট করছেন অর্জুন-মালাইকা। সমপ্রতি আরবাজ আবার বিয়ে সেরেছেন। অন্যদিকে মালাইকার লাভলাইফ এখনো টালমাটাল। ভাইরাল হওয়া ছবি দেখে আশাবাদী জুটির অনুরাগীরা। এতে প্রমাণ হলো বিচ্ছেদের গুঞ্জন সত্যি নয়। এ গুঞ্জনকে প্রেমিকের বাসায় গিয়ে ভুল প্রমাণ করলেন মালাইকা।