১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভোটকেন্দ্রের পাশ থেকে শ্রমিকলীগ নেতার লাশ উদ্ধার

প্রতিদিনের ডেস্ক
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রিকাবিবাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করে বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। তবে, ওই কেন্দ্রের আশেপাশে কোনও সহিংসতা হয়নি।নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস নিহতকে তার সমর্থক করে বলেন, কে বা কারা হত্যা করেছে তা এখনই ফোনে বলতে চাচ্ছি না। তদন্তাধীন বিষয়ে এভাবে বলা ঠিক হবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়