প্রতিদিনের ডেস্ক
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রিকাবিবাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করে বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। তবে, ওই কেন্দ্রের আশেপাশে কোনও সহিংসতা হয়নি।নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস নিহতকে তার সমর্থক করে বলেন, কে বা কারা হত্যা করেছে তা এখনই ফোনে বলতে চাচ্ছি না। তদন্তাধীন বিষয়ে এভাবে বলা ঠিক হবে না।