প্রতিদিনের ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলের প্রশিক্ষণে অনুমতি না নিয়ে কনটেন্ট ব্যবহারের অভিযোগে মামলা করেছিল নিউইয়র্ক টাইমস। এবার একই অভিযোগে নতুন করে মামলা দায়ের করেছেন বেশকিছু নন-ফিকশন লেখক। ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। লেখক নিকোলাস বাসবানেস ও নিকোলাস গেজ অভিযোগের মাধ্যমে আদালতকে জানান, ওপেনএআইয়ের জিপিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের প্রশিক্ষণে কোম্পানি তাদের বই ব্যবহার করে কপিরাইট লঙ্ঘন করেছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট বা ওপেনএআই কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করেনি। রয়টার্স