১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মেসিকে ব্যালন জেতাতে লবিং করেছিল পিএসজি!

প্রতিদিনের ডেস্ক
২০২১ সালে লিওনেল মেসির ব্যালন ডি’ অরের জন্য ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের কাছে বিশেষ সুপারিশ করেছিল তার সেসময়ের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। সম্প্রতি ফ্রান্সের এই ক্লাবটির ওপর এমন অভিযোগ এনেছে লা মুন্ডে। এতে বলা হয়েছে, ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর তার জন্য ভোটকে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটি। ২০২১ সালে লা লিগায় বার্সেলোনার হয়ে কোপা দেল রে এবং নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করেছিলেন লিওনেল মেসি। সেটি ছিল দেশের হয়ে তার প্রথম শিরোপা। সে আসরে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন মেসি। তবে, এরপরেও তার ব্যালন ডি’অর জয় নিয়ে আছে বিতর্ক। লা মুন্ডে তাদের প্রতিবেদনে জানায়, পিএসজির কর্মকর্তারা ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক এবং ব্যালন ডি’অর পুরস্কারের সমন্বয়ক প্যাসকেল ফেরেকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। ফেরেকে বিভিন্ন উপহার এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এদিকে মেসিকে ভোট দেওয়ার শর্তে অনেক সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন মন্ত্রীসভা বা প্রেসিডেনশিয়াল কমিটির সদস্যরা পিএসজির টিকেট চেয়ে আবেদন করেছিলেন। ক্লাবটির সেসময়কার প্রধান জনসংযোগ কর্মকর্তা জন-মার্শিয়াল রাইবসের কাছে এসব আবেদন করা হয়েছিল। তবে তিনি এতে সম্মতি দিয়েছিলেন কিনা তা জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এদিকে তাদের পক্ষ থেকে অভিযোগ এসেছে ২০২১ সালের আগে ২০২০ সালেও মেসিকে ব্যালন ডি’ অর জিতিয়ে দিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল ফ্রান্সের ক্লাবটি। এই কাজের অংশ হিসেবে ফেরেকে বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে অনুষ্ঠিত এক ম্যাচের টিকিট দেওয়া হয়েছিল, এমনকি সেই ম্যাচের জন্য তাকে বিশেষ ফ্লাইটে জার্মান ক্লাবটির মাঠেও নিয়ে যাওয়া হয়। যদিও এখন পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে কোনো প্রকার মন্তব্য করেনি পিএসজি এবং ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। পুরো বিষয়টিই এখন পর্যন্ত তদন্তের অধীনে আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়