৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

৯৫ বছরের বৃদ্ধা বললেন ‘ভোট কার দিব সেটা আমার ইচ্ছা’

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগর উপজেলার চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে ভোট দিতে আসেন ৯৫ বছর বয়সী কমলা মন্ডল। লাঠিতে ভর দিয়ে পায়ে হেটে আসা ঐ বৃদ্ধার কাছে জানতে চাওয়া হয় তিনি কাকে ভোট দেবেন। তাৎক্ষনিক ‘সেটা আমার ইচ্ছা’-উল্লেখ করে তিনি বলেন, আপনি আবার কিছু মনে করবেন না যেন’। প্রায় শত বছর আয়ু ছুঁতে যাওয়া ঐ বৃদ্ধা উপজেলার চিংড়িখালী গ্রামের মৃত সুরেন্দ্রনাথ মন্ডলের স্ত্রী। প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রায় এক কিলো মিটার রাস্তা পায়ে হেঁটে ভোট কেন্দ্রে আসা ঐ বৃদ্ধা আরও জানায় আর একটা ভোট দেয়ার সুযোগ পেলে তিনি একশ বছর পার করবেন। ভোটার হওয়ার পর থেকে কোন ভোট বাদ দেননি জানিয়ে তিনি আরও বলেন, আগের বারের (২০১৮ সালে) ভোট দিতি না পারিলেও এবার ভোটের সুযোগ পেয়ে আমি খুশি। নাগরিক হিসেবে নিজেকে সচেতন দাবি করে তিনি আরও জানান সগগুলি (সব দল) ভোটে দাড়ালি আরও ভাল লাগতো। এলাকার কাঁচা সড়ক বর্ষার সময় চলাচলের অনুপযোগী থাকে জানিয়ে তিনি এবারের নির্বাচিত প্রার্থীর কাছে তার এলাকার সড়কগুলো পাঁকা করার দাবি রাখেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়