২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ক্রোম ব্রাউজারে কুকিজ বন্ধ করছে গুগল

প্রতিদিনের ডেস্ক
ব্যবহারকারীদের সুরক্ষায় ব্রাউজার থেকে কুকিজ বন্ধের কথা জানিয়েছিল গুগল। এর অংশ হিসেবে ১ শতাংশ ব্যবহারকারীর জন্য কুকিজ বন্ধ করেছে প্রযুক্তি জায়ান্টটি। প্রাইভেসি স্যান্ডবক্স প্রকল্প চালুর কয়েক বছর পর এ উদ্যোগ কার্যকর হলো। খবর এনগ্যাজেট।
গত বছর দেয়া এক ঘোষণায় কোম্পানিটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ১ শতাংশ ব্যবহারকারীর মাধ্যমে কুকিজ বন্ধের কার্যক্রম চালুর কথা জানিয়েছিল। ব্রাউজারের বাজার হিস্যার দিক থেকে অর্ধেকের বেশি ক্রোমের অধীনে। গিজমোদোর তথ্যানুযায়ী, এ হিসাবে কোম্পানিটি ৩ কোটি ব্যবহারকারীর জন্য কুকিজ বন্ধ করে দিয়েছে।
প্রথম পর্যায়ে যেসব ব্যবহারকারী গুগলের এ উদ্যোগের অন্তর্ভুক্ত হয়েছে তারা ব্রাউজার চালু করার পর একটি নোটিফিকেশন দেখতে পাবে। যেখানে ট্র্যাকিং প্রটেকশন বা নিরাপত্তা ফিচার ব্যবহারকারীদের মধ্যে ইউজার প্রথম বলে জানানো হবে। এখনো অনেক ওয়েবসাইট গুগলের নতুন নীতিমালা অনুসারে কাজ শুরু করতে পারেনি, তাই ইন্টারনেট ব্যবহারে সমস্যা তৈরি হতে পারে। তবে গুগল সাময়িক সময়ের জন্য সমস্যা এড়াতে থার্ড পার্টি কুকিজ চালু রাখার সুবিধা দেবে।
সেটি কতদিন পর্যন্ত থাকবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়