তালা সংবাদদাতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২(সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙল প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় তালা উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদরের নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টিও সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুুছ আলী সরদার , ধানদিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সি.সহ-সভাপতি আহসান হাবীব,জাতীয় যুব সংহতির তালা সদরের ৬নং ওয়ার্ড এর সিনিয়র সহ-সভাপতি মোঃ বাপ্পি শেখ সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।