১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

খাগড়াছড়ির ১৮ কেন্দ্রে কোনো ভোট পড়েনি

প্রতিদিনের ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের ১৮ কেন্দ্রে কোনো ভোট পড়েনি। নির্বাচনের সারা দিন এসব কেন্দ্রে কোনো ভোটার যাননি।
জানা গেছে, পানছড়ি উপজেলার ১০টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি। একটি কেন্দ্রে কেবল একজন ভোটার ভোট দিয়েছেন।রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এইসব কেন্দ্রে দিনভর কোনো ভোটারই ভোট দিতে যাননি। তবে দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন ভোটার ভোট দিয়েছেন
পাশাপাশি দীঘিনালা উপজেলার তিনটি কেন্দ্রে শূন্য ভোট পড়েছে। উপজেলার পাঁচটি কেন্দ্রে সব মিলিয়ে ১৮ জন ভোটার ভোট দিয়েছেন।অন্যদিকে লক্ষ্মীছড়ির ১২ কেন্দ্রের মধ্যে বর্মাছড়ি ইউনিয়নের চারটি ও লক্ষীছড়ি সদর ইউনিয়নের একটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়