১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ডি ব্রুইন ফেরার ম্যাচে ম্যানসিটির বড় জয়

প্রতিদিনের ডেস্ক
কেভিন ডি ব্রুইন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় পাঁচ মাস ছিলেন মাঠের বাইরে। অবশেষে রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন। তার ফেরার ম্যাচে হাডার্সফিল্ডকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি। এমন জয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। একটি করে গোল করেন জুলিয়ান আলভারেজ, বেন জ্যাকসন ও জেরেমি ডোকু। এদিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। অবশ্য শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ম্যানুয়েল আকাঞ্জি। তবে ফোডেনের দারুণ ফিনিশিং আর ব্রুইনের মাঠে ফেরা ম্যানসিটি সমর্থকদের খুশি করে দেয়। ৩৩ মিনিটের মাথায় দারুণ শটে গোল করে স্কাই ব্লুজদের এগিয়ে নেন ফোডেন। ৩৭ মিনিটের মাথায় আলভারেজের গোলে ব্যবধান বাড়ে। বিরতির পর ৫৮ মিনিটে হাডার্সফিল্ডের জ্যাকসন আত্মঘাতী গোল করে ব্যবধান আরও বাড়ান। ৬৫ মিনিটে ফোডেন তার জোড়া গোল পূর্ণ করে গার্দিওলার দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। আর ৭৪ মিনিটে ডোকুর গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় এফএ কাপের চতুর্থ রাউন্ডও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়