২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৪ জন

প্রতিদিনের ডেস্ক
নির্বাচনী সহিংসতায় রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন ২৪ জন। এদের মধ্যে ৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।রোববার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত আহত এ ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়।
তারা হলেন, যাত্রাবাড়ী থেকে আসা ককটেলে আহত আনসার সদস্য অন্তর (২৩), হাজারীবাগ থেকে আসা বাদল মিয়া (৪৫), তার ছেলে তানভীর (৮), আমির হোসেন (৬০), মাকসুদা বেগম (৩০), নারায়ণগঞ্জ থেকে আসা আব্দুল নুর (৫৬), মো. কামাল (১৮), মোহাম্মদ সাইমন (১৭), মো. সাকিব (২৫), এরা সবাই গুলিতে আহত।
লালবাগ থেকে আসা ইয়াস মিয়া (২৪), যাত্রাবাড়ী থেকে আসা মোহাম্মদ দেলোয়ার হোসেন (২৬), গেন্ডারিয়া থেকে আসা জাহিদ হোসেন (৩৮), হাজারীবাগ থেকে আসা আতিকুল ইসলাম (২০), মনির হোসেন (২২), ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা জাকির হোসেন (৫০), নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আসা মো. রাশেদ সরকার (৪৭), নোয়াখালী থেকে আসা আসা আব্দুল্লাহ আল নাঈম (২০), নবীনগর থেকে আসা জাকির হোসেন সাদেক (৫৫), মগবাজার থেকে আসা মৃদুল (১৮), লক্ষ্মীবাজার থেকে আসা মোহাম্মদ সিফাত (২২), বিপ্লব (৩৪) ও নাজিরাবাজার থেকে আসা আসিফ (২৪), কিবলু মিয়া (৪০)। এদের মধ্যে ৬ জনকে ভর্তি দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়